আদমদীঘি উপজেলায় ৬০টি কেন্দ্রেরের মধ্যে ১৮টি সেন্টার ঝুঁকিপূর্ণ
এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ৬০টি ভোট কেন্দ্রেরের মধ্যে ১৮টি সেন্টারকে ঝুঁকিপূর্ণ সেন্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে। আজ (২১মে) মঙ্গলবার ষষ্ঠধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নির্বাচন সংশ্লিষ্টরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ জানান, এই উপজেলায় মোট ১ লাখ ৭২ হাজার ৪৯০জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটর ৮৬ হাজার ৫৩৭ জন ও নারী ভোটার ৮৫ হাজার ৯৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১জন রয়েছেন। নির্বাচনী এলাকায়
স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে একাধিক টিম নিয়োজিত থাকবেন। এছাড়াও ভোটের দিন প্রত্যেক কেন্দ্রে সশস্ত্র পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৬০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রশাসনের প থেকে এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম শেষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।