রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে এবারে ১ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ৮০৪ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।
আগামী শনিবার ১জুন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে লালমনিরহাট  জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার ৩০ মে  বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এসব তথ্য উপস্থাপন  করেন । এ সময় লালমনিরহাটের কর্মরত ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৭ হাজার ৩শত ১৭জন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১২ হাজার ৩শত ৬২জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২শত ২৮ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটের ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২০টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২ হাজার ২৫২জন।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়। মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে প্রেস ব্রিফিং উপস্থাপন করেন লালমনিরহাটের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মান্নান।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন