রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত,খাদ্য কর্মকর্তা বললেন উদ্দেশ্য প্রনীদিত।

রাজারহাটে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত,খাদ্য কর্মকর্তা বললেন উদ্দেশ্য প্রনীদিত।
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে গত বৃহস্পতিবার ৬ জুন দুপুর ২ঃ১৫ ঘটিকায় উপজেলার সোনালী ব্যাংক চত্ত্বরের সামনে রাজারহাট সাধারণ কৃষকের ব্যানারে মানববন্ধন করেন ৭/৮জনের একটি কৃষকের দল। মানববন্ধনে উপস্থিত বিক্ষোভকারী রাজারহাট উপজেলার প্রান্তিক কৃষকদের লটারীতে নাম না ওঠায় তারা এই বিক্ষোভ করেন। মানববন্ধনের ব্যানারে ওসি এলএসডির বিরুদ্ধে বিক্ষোভ ও অপসারণের দাবী করলেও উপস্থিত কৃষকেরা বলেন লটারীর কথা। মানব বন্ধনে অংশ নেওয়া চাকিরপশার ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন ৫০০ শতাংশ জমিতে ধান চাষ করেও রাজারহাট উপজেলা খাদ্য গোডাউনে সরকারী দরে ধান বিক্রি করতে পারিনি।এছাড়াও উপস্থিত বিক্ষোভকারী কৃষকরা তাদের নাম লটারীতে না উঠায় ক্ষোভ প্রকাশ করে ওসি এলএসডির বিরুদ্ধে  তার অপসারণ দাবী করেন।
রাজারহাট উপজেলার খাদ্য কর্মকর্তা শরিফ আহমেদ কে তার বিরুদ্ধে করা মানব বন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে করা মানববন্ধন উদ্দ্যেশ প্রণীদিত।তালিকা প্রস্তুত করেন কৃষি বিভাগ এবং সরকারীভাবে ধানক্রয় কমিটির সভাপতি ইউএনও মহোদয়ের উপস্থিতিতে লটারী করা হয়।
গত ১৩/৫/২০২৪ ইং তারিখে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার খাদিজা বেগম মহোদয়ের উপস্থিতিতে লটারী করে ৪১৩ জন প্রান্তিক কৃষকদের নির্বাচিত করা হয় পরে তারা সরকারীভাবে ধান বিক্রি করছেন।এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
তালিকা প্রস্তুত ও যাচাই বাছাইয়ের বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত ও যাচাই বাছাইয়ের কাজ আমরা করে থাকি এখানে ওসি এল এস ডির কোন এখতিয়ার নেই।
এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন সরকারীভাবে ধানক্রয় প্রক্রিয়া সম্পুর্নভাবে ডিজিটাল পদ্ধতিতে  করা হয়,এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন