বাংলাদেশে যাত্রা শুরু করলো স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড ‘সেভি’
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করলো মালয়েশিয়ার বিখ্যাত স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড সেভি বাংলাদেশ। এখন থেকে বিশ্বখ্যাত এ ব্র্যান্ডটির বিভিন্ন স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য অনলাইনে পাওয়া যাবে। চলতি মাসেই রাজধানীসহ দেশের বড় বড় শপিংমল বা মেগামলগুলোতে সেভির শোরুম করার পরিকল্পনা রয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে সেভি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা রাজ রিপা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এ নবযাত্রার ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর আলম, সেভি মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। তিনি বলেন, মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের স্কিন কেয়ার ও প্রসাধন সামগ্রী বাজারজাত করবে সেভি বাংলাদেশ। আমাদের প্রতিটা পণ্যেই ১০০ ভাগ হালাল ও ন্যাচারাল। এছাড়াও আমাদের সকল পণ্য মালয়েশিয়ায় তৈরি হয়।