পাঁচবিবিতে বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: একমাত্র খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় পারে সমাজকে বদলে দিতে। পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। এই লক্ষ্য নিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে পাঁচবিবি উপজেলার গোপালপুর তারেক জিয়া যুব উন্নয়ন ক্লাব এন্ড সমিতির উদ্যোগে দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষে আজ ১৫ ডিসেম্বর রবিবার রাতে গোপালপুর গ্রামের মাঠে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদ দোয়েল। উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল প্রমুখ। পরে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।শেষে মুন্না আনসারীর পরিচালনায় ফেয়ারলেস ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দরা।