ফুলবাড়ীত যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ,মুক্তিযাদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গসংগঠন,প্রেসক্লাব,বনিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় । পরে উপজলা চত্বরে
আলাচানা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যাগে পরিষদ চত্বরে ৩ শতাধিক বীর মুক্তিযাদ্ধাকে সংবর্ধনা দেয়া হয় । ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে এ সময় উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান , প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনর রশীদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ।