শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে অভিযান
মৌলভীবাজার: শ্রীমঙ্গল শহরকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এসময় শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড ও চৌমুহনী এলাকার ফুটপাত দখল করে থাকা হকার ও ভাসমান ক্ষুদ্র দোকান উচ্ছেদ করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, এখ নপর্যটন মৌসুম। এ সময় হাজার হাজার পর্যটকের পদচারণা মুখর থাকে শ্রীমঙ্গল শহর। পর্যটকরা যাতে যানজটের কবলে না পড়েন এবং শহরে হাটতে চলতে ভোগান্তি পোহাতে নায় তাই এ অভিযান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমান পর্যটক আসেন। এসব পর্যটক ও স্থানীয় নাগরীকের কথা ছিন্তা করে এবং শহরকে যাজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়েছে। এছাড়াও শহরের ভিতরে অবৈধ পাকিং নিষিদ্ধের ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।