বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পার্বতীপুরে ৬৩ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসিতে ৮১৯ শিক্ষার্থী ফেল

পার্বতীপুরে ৬৩ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসিতে ৮১৯ শিক্ষার্থী ফেল

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মাহমুদুর রহমান :
পার্বতীপুরের অকৃতকার্য শিক্ষার্থীদের মাঝে কান্নার রোল পড়েছে। পার্বতীপুর উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় ৮১৯ শিক্ষার্থী পাশ করতে পারেনি। গত ২৮ জুলাই এসএসসি’র ফলাফল প্রকাশিত হয়। ফলাফল সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার ৬৩ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ শত ১৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়গুলো হলো- জমিরহাট উচ্চ বিদ্যালয় ৩৮, পাটিকাঘাট উচ্চ বিদ্যালয় ৩৪, ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৩৩, পাবলিক উচ্চ বিদ্যালয় ৩৩, বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ ২৭, ঢাকুলা উচ্চ বিদ্যালয় ২৮, সরকারী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ২৬, দলাই কোঠা উচ্চ বিদ্যালয় ২৪, শেরপুর ভবানীপুর উচ্চ বিদ্যালয় ২৪, মন্মথপুর কোঃ উচ্চ বিদ্যালয় ২৩, খলিলপুর হাজী ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয় ২৩, জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২০, ঝাড়ুয়ার ডাঙ্গা উচ্চ বিদ্যালয় ১৮, সুলতানপুর উচ্চ বিদ্যালয় ১৯, হামিদপুর উচ্চ বিদ্যালয় ১৭, মিতালী উচ্চ বিদ্যালয় ১৭, আব্দুস শাফী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ১৭, মৈত্রী জুনিয়র উচ্চ বিদ্যালয় ১৭, সিংগীমারী উচ্চ বিদ্যালয় ১৭, রাজাবাসর স্কুল এন্ড কলেজ ১৮, ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ১৬, দেউল উচ্চ বিদ্যালয় ১৬, নুরুল মজিদ উচ্চ বিদ্যালয় ১৬, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ১৪, বাগুয়া জঙ্গল উচ্চ বিদ্যালয় ১৪, আমবাড়ী গার্লস উচ্চ বিদ্যালয় ১৩, পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ১৩, ভোটগাছ আইডিয়াল বিদ্যানিকেতন ১৩, দেগলাগঞ্জ উচ্চ বিদ্যালয় ১২, হাবড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ১২, রোস্তম নগর বালিকা উচ্চ বিদ্যালয় ১১, বর্ণমালা স্কুল এন্ড কলেজ ১১, মাতৃবিদ্যায়তন উচ্চ বিদ্যালয় ১০, সুন্দর পীর উচ্চ বিদ্যালয় ১০, মনিরিয়া উচ্চ বিদ্যালয় ১০, মোস্তফাপুর উচ্চ বিদ্যালয় ১০, বেলাইচন্ডি স্কুল এন্ড কলেজ ৯, যশাই গার্লস উচ্চ বিদ্যালয় ৯, মা-মাসী উচ্চ বিদ্যালয় ৯, বাশুপাড়া উচ্চ বিদ্যালয় ৯, যশাই হাই উচ্চ বিদ্যালয় ৮, উত্তর শালন্দার স্কুল এন্ড কলেজ ৮, পিরোজপুর উচ্চ বিদ্যালয় ৮, বড় হরিপুর উচ্চ বিদ্যালয় ৮, হরিরামপুর উচ্চ বিদ্যালয় ৭, হাবড়া বালিকা উচ্চ বিদ্যালয় ৬, সিরাজুল হুদা উচ্চ বিদ্যালয় ৬, নুরুল হুদা উচ্চ বিদ্যালয় ৬, আজিজার সরকার উচ্চ বিদ্যালয় ৬, দোয়ানিয়া উচ্চ বিদ্যালয় ৪, আমানত উল্লাহ উচ্চ বিদ্যালয় ৪, সবুজ সার্থী উচ্চ বিদ্যালয় ৪, সর্দার মুনিম উচ্চ বিদ্যালয় ৪, দক্ষিন শালন্দার মডেল উচ্চ বিদ্যালয় ৩, হলদীবাড়ী উচ্চ বিদ্যালয় ৩, স্টার উচ্চ বিদ্যালয় ৩, পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ ৩, আফজাল সোবহান উচ্চ বিদ্যালয় ৩, এমআর উচ্চ বিদ্যালয় ২, শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ২, পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১, ক্যান্টবোর্ড উচ্চ বিদ্যালয় ০১ ও গ্রানাইট মাইনিং উচ্চ বিদ্যালয় ০১। পাবৃতীপুর উপজেলা থেকে ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন