বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড় এই স্লোগানকে সামনে রেখে পাঁচবিবিতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা খোদাবক্স স্টেডিয়ামে তুড়িপাড়া তরুণ সংঘ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তারুণ্যের অহংকার মোঃ শামীম হোসেন মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।
পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মারুফ হাসান রুবেলের সঞ্চালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল ও মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের সাবেক ছাত্রদলের নেতা মুন্না আনসারী প্রমুখ।
শেষে ফুটবল মেরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। উল্লেখ্য, এ টুর্নামেন্টে মোট ৮টি দল খেলায় অংশগ্রহণ করছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন