রাজারহাটে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গ্রেফতার


রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদ থানা পুলিশের হাতে গ্রেফতার। শুক্রবার ৩১জানুয়ারি দুপুরে উপজেলা সদরের দুধখাওয়া মন্ডলপাড়া গ্রামের তার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। চাঁদ মন্ডল ওই গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের পুত্র। জানা গেছে,১৯৯৮ইং সনের ৩ডিসেম্বর এটিএম সাজেদুর রহমান মন্ডল ওরফে চাঁদ মন্ডল রাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৬সনে কলেজটি সরকারি ঘোষনা হলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে তিনি রাজনীতিতে সক্রিয় থাকেন। কলেজের সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার ঘনিষ্ট সহচর হওয়ার সুবাদে ও রাজিৈনতক প্রভাবে ওই কলেজে ৫৭জন শিক্ষক তার সিনিয়র থাকা সত্বেও ২০২১সনের ১৪জানুয়ারী তিনি ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন। একই কৌশলে রাজনৈতিক প্রভাব দেখিয়ে সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা অবসরে যাওয়ার সময় ২০২৩সনের ৩জানুয়ারী তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পন করা হয়। পরে তিনি ২০২৩ সনের ৩০মার্চ পর্যন্ত তিন মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বহাল ছিলেন। কলেজের অন্যান্য শিক্ষকরা তার ভয়ে সবসময় ভীত-সন্ত্রস্ত্র থাকতো। বিভিন্ন সময় তিনি কলেজের অনেক শিক্ষক-কর্মচারীকে সামান্য ঘটনায় লাঞ্চিত- অপমানিত করা সহ রাজনৈতিক ভাবে তিনি কলেজে পাঠদান ছাড়াই বেতন উত্তোলনের অভিযোগ রয়েছে। কলেজ সরকারি হওয়ার পরও ঠিকাদারী সহ বিভিন্ন ব্যবসা করতেন চাঁদ মন্ডল। তার বিরুদ্ধে দৃশ্যমান নানা অভিযোগ থাকলেও সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার ঘনিষ্ট সহচর হওয়ায় এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় কোনটিরও বিচার হয়নি বলে জানান ওই কলেজের শিক্ষক-কর্মচারীগণ। রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক মামুন সিদ্দিকী বলেন,২০২৩সনের মার্চ মাসে কলেজে প্রকাশ্যে আমাকে লাঞ্চিত করেছিলেন সাজেদুর রহমান মন্ডল চাঁদ। এঘটনায় বিচার পাইনি,তবে একটি মামলা বিচারাধীন রয়েছে। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত আকবর বলেন,এই কলেজের ৫৮নম্বর প্রভাষক এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদ গত প্রায় ১৫দিন ধরে কলেজে অনুপস্থিত রয়েছেন। তবে তিনি একটি ছুটির দরখাস্ত পাঠিয়েছেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,তাকে পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার দুপুরে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।