বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হামলার শঙ্কায় মাঝপথে বন্ধ হওয়া আইপিএলের ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত ভারতের

হামলার শঙ্কায় মাঝপথে বন্ধ হওয়া আইপিএলের ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত ভারতের

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই চলছিল দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। যদিও গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর ঝুঁকি বিবেচনায় আইপিএল স্থগিত হয়ে যায়। অন্যদিকে, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর পাকিস্তানের পিএসএলের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়।

এরই মধ্যে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় নতুন করে আবারও খেলা মাঠে গড়াচ্ছে। প্রশ্ন উঠছে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের ম্যাচটি নিয়ে। পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলার সময় পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট হয়ে যায় ধর্মশালা। ১০.১ ওভার হওয়ার পর বন্ধ করে দিতে হয় খেলা।

আইপিএলের নতুন সূচি অনুযায়ী সেই ম্যাচ আবার মাঠে গড়াবে আগামী ২৪ মে। খেলা কি আবার প্রথম থেকে শুরু হবে? না কি যতটা হয়েছে, তারপর থেকে হবে ম্যাচ? প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটমহলে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পাঞ্জাব-দিল্লি ম্যাচ আবার টস থেকে শুরু হবে। অর্থাৎ আগে যে পর্যন্ত খেলা হয়েছিল, সেটি ধরা হবে না।

গত ৮ মে ধর্মশালায় বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয়েছিল কিছুটা দেরিতে। ম্যাচের ১০ ওভার ১ বলের খেলা শেষে হুট করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচটি বন্ধ হয়ে যায়। ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, নিরাপত্তা শঙ্কায় স্টেডিয়াম খালি করার নির্দেশ দেয় আইপিএল কর্তৃপক্ষ। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়।

খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান রান তুলেছিল। এদিকে, আবারও খেলা শুরু হলেও পুরো শক্তির দল নামানো নিয়ে প্রশ্ন থাকছেই। নতুন করে আইপিএল শুরু হলে কতজন বিদেশি ক্রিকেটার আবার খেলতে আসবেন, তা এখনও নিশ্চিত নয়।

বিসিসিআই এবং আইপিএলের দলগুলো সব বিদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সমস্যা আন্তর্জাতিক সময় সূচি। ২৯ মে থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। ১১ মে থেকে টেস্ট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা প্যাট কামিন্সদেরও।

গত ৮ মে ধর্মশালায় খেলা বন্ধ হওয়ার পরের দিনই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। উত্তর-পশ্চিম ভারতে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনে দু’দলের ক্রিকেটারদের দিল্লি নিয়ে আসার ব্যবস্থা করে বিসিসিআই। উল্লেখ্য, আগামী ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন