বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে নদী থেকে এক আদিবাসী শ্রমিকের লাশ উদ্ধার

পাঁচবিবিতে নদী থেকে এক আদিবাসী শ্রমিকের লাশ উদ্ধার
 পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদী থেকে জোহান নামের এক আদিবাসী ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
সোমবার (২৬ মে) বিকালে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের প্রাইগপুর গ্রামের ছোট যমুনা নদীর ঘাট থেকে আদিবাসী ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোহান নওগাঁ জেলার ধামুরহাট থানার রুপনারায়নপুর গ্রামে বাসিন্দা। জোহান বেশ কিছুদিন ধরে স্থানীয় নওদা গ্রামের মশিউর রহমানের গুরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আজ সোমবার বিকেলে নদীর ধারে একদল স্থানীয় লোকজন লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে।
পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়দের ধারণা, নদীতে গোসল করতে গিয়ে কিংবা কোনোভাবে পানিতে পড়ে গিয়ে জোহানের মৃত্যু হতে পারে
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন