রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির চেষ্টা করলে ব্যবস্থা : র্যাব
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কেউ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে আইন অনুযায়ী র্যাব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর অপতৎপরতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দেশে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে চায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।
বিভাগ জাতীয়