মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঈদ ঘিরে ছিনতাই, বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ৪

ঈদ ঘিরে ছিনতাই, বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ৪

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঈদুল ফিতরকে কেন্দ্র করে সক্রিয় হওয়া ছিনতাইকারী চক্রের এক দলনেতাসহ ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- রায়হান (২৪), উজ্জ্বল (২০), রাসেল (২০), রাতুল (২০)। রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রতি ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। তিনি আরও বলেন, গত ২৬ মার্চ টঙ্গি এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র‌্যাব-১ এর কন্ট্রোল রুম সক্রিয় হওয়ার পর থেকে নিয়মিত ছিনতাই চেষ্টার অভিযোগ আসে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বিমানবন্দর এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন