রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

কুমিল্লা বোর্ডে শুরু এইচএসসি পরীক্ষা

কুমিল্লা বোর্ডে শুরু এইচএসসি পরীক্ষা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর মোট ১ লাখ ১০ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে পুরুষ শিক্ষার্থী ৪৬ হাজার ৭শ ৭৬ জন এবং মহিলা শিক্ষার্থী ৬৩ হাজার ৮শ ৩ জন। বোর্ডে ১ লাখ ৬১ হাজরের অধিক শিক্ষার্থী নিবন্ধন করলেও, ঝরে পড়েছে ৫১ হাজারের অধিক শিক্ষার্থী। ১৯২টি পরীক্ষা কেন্দ্রে ৪শ ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের মানবিক শাখায় ৫১ হাজার ৪শ ১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। ব্যবসায় শিক্ষা শাখায় ৩৩হাজার ৭শ ৭জন ও বিজ্ঞান বিভাগে ২৫হাজার ৪শ ৫৬জন। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ও নকলমুক্ত রাখার প্রসঙ্গে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেন, কেন্দ্রে যেন কোন নাশকতা না হয় পুলিশ প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃংখলা বাহিনী ও জেলা প্রশাসন সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নি জানান, এইচএসসি পরীক্ষায় কেন্দ্র নিরাপত্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণকে নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলারক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন কন্ট্রোলরূম এবং পরিদর্শন টীম রাখা হয়েছে- তারা কেন্দ্রগুলোতে নজরদারি করবেন। প্রসঙ্গত, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বরুড়া ও দাউদকান্দিতে নকল উদ্ধারের ঘটনায় অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৪শ ৯৪ জন। নোয়াখালী জেলায় ১৮ হাজার ৭শ ৮০জন, ফেনী জেলায় ১০ হাজার ৭শ ৫৮ জন, লক্ষীপুর জেলায় ১০ হাজার ৪শ ১জন, চাঁদপুর জেলায় ১৬ হাজার ৪শ ৫৬ জন, ব্রাহ্মণাবাড়িয়া জেলায় ১৪ হাজার ৬শ ৯২জন। বিজ্ঞান বিভাগে পুরুষ শিক্ষার্থী ১১ হাজার ৭শ ৩২জন, মহিলা শিক্ষার্থী ১৩ হাজার ৭শ ২৪ জন। মানবিক বিভাগে পুরুষ শিক্ষার্থী ১৬ হাজার ৮শ ৩৪ জন ও মহিলা শিক্ষার্থী ৩৪ হাজার ৫শ ৮২জন, ব্যবসায় শিক্ষা বিভাগে পুরুষ শিক্ষার্থী ১৮ হাজার ২শ ১০জন, মহিলা শিক্ষার্থী ১৫ হাজার ৪শ ৯৭জন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন