রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

‘সাড়ে তিন কোটি টাকায় নুরের বাণিজ্যিক স্পেস’ প্রতিবেদন বিষয়ে রূপায়ণ গ্রুপের বক্তব্য

‘সাড়ে তিন কোটি টাকায় নুরের বাণিজ্যিক স্পেস’ প্রতিবেদন বিষয়ে রূপায়ণ গ্রুপের  বক্তব্য

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সাড়ে তিন কোটি টাকায় নুরের বাণিজ্যিক স্পেস’ শীর্ষক প্রতিবেদন বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে রূপায়ণ গ্রুপ। গণঅধিকার পরিষদের সভাপতি ‍নুরুল হক নুর সাড়ে তিন কোটি টাকায় বাণিজ্যিক স্পেস কিনছেন এমন তথ্য জানিয়ে রোববার ওই দৈনিকে প্রতিবেদনটি প্রকাশিত হয়।এতে বলা হয়, ‘রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা পল্টনে বিলাসবহুল বাণিজ্যিক ভবন রূপায়ণ এফপিএবি টাওয়ার। সেই ভবনের ষষ্ঠ তলায় রয়েছে তিনটি বাণিজ্যিক জায়গা (কমার্শিয়াল স্পেস)। এর মধ্যে ১ হাজার ৬৫৫ বর্গফুটের ৬-বি নম্বরের জায়গাটির মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।’প্রতিবেদনে বলা হয়, ‘মো. শাহীন রেজা নামে রূপায়ণ গ্রুপের এক বিক্রয় প্রতিনিধির মধ্যস্থতায় গত ৯ আগস্ট ফ্ল্যাটটি কেনেন তিনি। চুক্তি অনুযায়ী ওই দিনই বুকিং মানি হিসেবে ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপর ১ কোটি টাকা দিতে হবে আগামী ৩০ আগস্ট। অক্টোবর মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে জায়গাটি (ফ্লোর) বুঝে পাবেন ভিপি নুর।’উক্ত প্রতিবেদন বিষয়ে রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘রাজধানীর পল্টনে অবস্থিত রূপায়ণ এফপিএবি টাওয়ারে স্পেস কেনার জন্য গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর অনলাইন থেকে নম্বর নিয়ে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সঙ্গে যোগাযোগ করেন। সেই আলোকে আমাদের বিক্রয় প্রতিনিধি মো. শাহীন রেজা তার সঙ্গে স্পেস বিক্রির জন্য যোগাযোগ রক্ষা করেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমে স্পেসের দাম নির্ধারণ করে মুড অব পেমেন্ট আগ্রহী ক্রেতাকে জানানো হয়।’রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ‘কিন্তু এখনো নুরুল হক নুরের কাছে রূপায়ণ এফপিএবি টাওয়ারের স্পেস বিক্রির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং তার কাছ থেকে বিক্রি বা অগ্রিম বাবদ কোনো টাকা গ্রহণ করা হয়নি’।হাবিবুর রহমান পলাশ জানান, ‘বিষয়টি শুধু আলোচনার পর্যায়ে সীমাবদ্ধ। (উক্ত দৈনিকের) প্রতিবেদক রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বিক্রয় প্রতিনিধি মো. শাহীন রেজার কাছে জানতে চাইলে তিনিও একই তথ্য দেন। তারপরও তথ্যটি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, যা ‘কালবেলা’র মতো দায়িত্বশীল পত্রিকার কাছে প্রত্যাশিত নয়’।তিনি বলেন, ‘এ অবস্থায় রূপায়ণ গ্রুপের বক্তব্যটি ‘কালবেলা’য় প্রকাশ করার পাশাপাশি অনলাইন ও ডিজিটাল থেকে রিপোর্টটি সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করছি।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন