পরিচ্ছন্নতার সময় নদীতে মিলল ২ হাজার টায়ার, অসংখ্য জঞ্জাল
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের একটি নদীতে পরিচ্ছন্নতার কাজ চালানোর সময় ২ হাজার টায়ার খুঁজে পাওয়া গেছে। পরে সেগুলো টেনে তীরে তোলা হয়। এছাড়া আরও অসংখ্য জঞ্জাল ওই নদী থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওগমোর নামের ওই নদীটি সাউথ ওয়েলসের প্রধান নদীগুলোর একটি। বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভাটার সময় ওগমোর নদীতে প্রচুর পরিমাণে আবর্জনা দেখে বিরক্ত হয়েছিলেন আলুন নামে এক ব্যক্তি। ব্রিজেন্ডের এই ব্যক্তি একজন ডগ ওয়াকার হিসেবে কাজ করেন, যার দায়িত্ব হচ্ছে অন্যের কুকুর হাঁটানো। আর তাই এই নদী পরিষ্কার করতে দুটি খনন যন্ত্র ও ১৫০ জন স্বেচ্ছাসেবক-সহ অন্যান্য ব্যবস্থাপনা যোগাড় করতে তিনি চার বছর পার করেছেন। আর এই স্বেচ্ছাসেবকরাই নদী থেকে প্রায় ২ হাজার টায়ারসহ শপিং ট্রলি, পুরানো আসবাবপত্র তুলতে সাহায্য করেন। বিবিসি বলছে, আলুন প্রায়শই ওগমোর-বাই-সি-তে যেতেন এবং ভাটার সময় তিনি নদীর তীরে শপিং ট্রলি ও টায়ারসহ জঞ্জাল দেখতে পেতেন। তিনি বলছেন, ‘এগুলো অপসারণ করা পরিবেশের জন্য খুবই ভালো। নদী থেকে কী বের হচ্ছে এবং কত জঞ্জাল অপসারণ করা হচ্ছে তা দেখাটা দুর্দান্ত।’ তিনি আরও বলেন, ‘সবাই একত্রিত হয়ে একসাথে এটি করবে তা আমার বিশ্বাসের বাইরে ছিল। তারা যতটা করেছেন, তাতে সবাইকে তাদের প্রাপ্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না।’ নদী পরিচ্ছন্নতায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন গেরি ক্রস নামের এক ব্যক্তি। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কাদায় ঢেকে থাকা এই ব্যক্তি বলছেন, ‘নদীতে যা ছিল তা দেখাটা খুবই দুঃখজনক। আমি হতবাক, আমাদের অবশ্যই আমাদের গ্রহের আরও ভালো যত্ন নিতে হবে।’ গ্লুচেস্টারশায়ার থেকে ফ্রান্সেস্কা গ্রিবল নামে আরেকজন স্বেচ্ছাসেবক বলেছেন: ‘আমি নদী থেকে ক্যান, ললিপপ স্টিক ও টেকওয়ে কার্টন তুলেছি এবং আমাদের বন্ধু নদী থেকে একটি আর্মচেয়ারও তুলেছে।’ কার্ডিফ রিভারস গ্রুপের ডেভিড কিং বলছেন, ‘কেবল একজন ব্যক্তি সেতু থেকে একটি টায়ার নদীতে নিক্ষেপ করছে; বিষয়টি আসলে তেমন নয়। এটি অবশ্যই সংগঠিত কোনও কাজ, লোকেরা ব্যবসা হিসাবে টায়ার সংগ্রহ করে এবং দীর্ঘ সময় ধরে সরাসরি নদীতে রেখে দেয়।’
ফ্লাই টিপিং অ্যাকশন ওয়েলসের নীল হ্যারিসনের মতে, কিছু টায়ার ১০ বছরেরও বেশি সময় ধরে নদীতে ছিল।