শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালমনিরহাটের  গন্ধমরুয়া খামার টারী এলাকায়   অজগর সাপ উদ্ধার 

লালমনিরহাটের  গন্ধমরুয়া খামার টারী এলাকায়   অজগর সাপ উদ্ধার 
মোঃ লাভলু শেখ লালমনিরহাট :
লালমনিরহাটের আদিতমারী দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া খামার টারী নামক এলাকায় ধরা পড়েছে   একটি অজগর সাপ। জানা গেছে, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ ইং তারিখ।  বিকাল ৩টার দিকে  ওই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া  খামার টারী এলাকায়  লোকালয়ে একটি অজগর সাপ দেখতে পায় এলাকাবাসী এরপর ধীরে ধীরে লোকজন এসে ভিড় জমাতে শুরু করে পরবর্তীতে স্থানীয়রা রেসকিউয়ার মো: ফুয়াদ আল মাসুদ অপু কে খবর দিলে। তিনি সেখানে গিয়ে  অজগর সাপটিকে  অভিজ্ঞতা  সহকারে রেসকিউ করেন এবং তিনি জানিয়েছেন,কিছুক্ষণের মধ্যেই সাপ টিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। ফুয়াদ আল মাসুদ অপু  wildlife and snake rescue team in Bangladesh  ( wsrtbd) এর একজন প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য। এবিষয়ে লালমনিরহাট জেলার বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমান জানিয়েছেন, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় রংপুর   থেকে তাকে ফোন দেয়া হয়েছে তিনি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্ত পাশাপাশি হওয়ার কারণে সেখান থেকে সাপটি এসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। সাপটি দেখার জন্য শত শত মানুষ ভির জমায় ছিল।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন