রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

দিনাজপুরে ৫৮০ বোতল ভারতীয় এমকেডিল সহ মাদক কারবারী গ্রেফতার

দিনাজপুরে ৫৮০ বোতল ভারতীয় এমকেডিল সহ মাদক কারবারী গ্রেফতার
মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
 দিনাজপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ অভিযানে  আমদানী নিষিদ্ধ ৫৮০ বোতল ভারতীয়  এমকেডিল মাদক উদ্ধার করা হয়েছে।
এসময় এক মাদক কারবারীকে গ্রেফতার সহ  মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি মোটর সাইকেল জব্দ করে হয়েছে।  উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬০ হাজার টাকা।
র‌্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়াফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ অক্টোবর বিরলে রোবাস্ট পেট্রোল টহলসহ চেকপোষ্টে  সন্দেহজনক গতির দুইটি মোটরসাইকেলের চালককে সিগন্যাল দিয়ে থামানো হয়। এসময়  মোটর সাইকেলের সিটের মধ্যে বিশেষ কায়দায় বাঁধা অবস্হায় ৫৮০ বোতল ভারতীয় এমকেডিল মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধার মাদকের মূল্য প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা।এসময় মাদক ব্যবসায়ী কারুজ্জামান রাসেল (৩৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অন্যজন মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে। গ্রেফতারকৃত রাসেল শহরের রামনগর মহল্লার মৃত হুমায়ুন রেজার ছেলে। সে মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম সদস্য।  দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে মাদক এনে সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত । এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন