মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

২৮ অক্টোবরে প্রভাবে পুঁজিবাজারে দরপতন!

২৮ অক্টোবরে প্রভাবে পুঁজিবাজারে দরপতন!

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ২৮ অক্টোবরকে ঘিরে সৃষ্ট চলমান রাজনৈতিক অস্থিরতা কেন্দ্র করে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। শেয়ার বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার ও বুধবার দুই কর্মদিবস উত্থানের পর বৃহস্পতিবার পুঁজিবাজারে দরপতন হলো।

নাম না প্রকাশের শর্তে ডিএসইর একাধিক পরিচালক ঢাকা পোস্টকে বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্রে করে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের মধ্যে নানা ধরনের ভয়-ভীতি ছড়িয়ে পড়েছে। ফলে পুঁজিবাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের ৬ কোটি ৪১ লাখ ১ হাজার ৬০২টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৮৩ লাখ ২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১০৪টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৪৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী আঁশের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। এরপর যথাক্রমে ছিল মনস্পুল পেপার, ফুয়াং ফুড, রয়েল টিউলিপ সি পার্ল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো, বিচ হ্যাচারি এবং প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার।অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ১৫ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে। সিএসইতে ১৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির। দিন শেষে সিএসইতে ৫৩০ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ২০২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৫৮০ টাকার শেয়ার।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন