বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শত্রুঘ্নর সঙ্গে রেখার কাণ্ডে ট্রল! কী করলেন প্রবীণ অভিনেত্রী

শত্রুঘ্নর সঙ্গে রেখার কাণ্ডে ট্রল! কী করলেন প্রবীণ অভিনেত্রী

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বলিউডের বিভিন্ন পার্টি কিংবা শো-তে যখন আসেন সবার মন জিতে নেন রেখা। মিষ্টি স্বভাবের কারণে সবার ভালোবাসা পান তিনি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ছবি কারিগরদেরও আপন করে নেন। এবার এক কাণ্ডের ফলে ট্রলের মুখে ভারতের জনপ্রিয় প্রবীণ এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রবীন অভিনেতা শত্রুঘ্ন সিনহার পায়ে হাত দিয়ে সম্মান জানাতে দেখা গেছে রেখাকে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মুম্বাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন রেখা। সেখানে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম সিনহা। সেখানে দেখা হতেই ৬৯ বছরের রেখা পায়ে হাত দিয়ে সম্মান জানান ৭৭ বছরের শত্রুঘ্নকে। এরপর পুনমকে জড়িয়ে ধরেন এ অভিনেত্রীকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রেখা হেঁটে যাচ্ছেন শত্রুঘ্নের দিকে। এরপর প্রথমে পায়ে হাত দিয়ে সম্মান করেন ও তারপর জড়িয়ে ধরেন। এরপর পুনমকেও জড়িয়ে ধরেন তিনি। সবার শেষে একসঙ্গে ছবি নেওয়ার জন্য পোজ দেন তারা। এদিকে রেখাকে এভাবে শত্রুঘ্ন সিনহার পায়ে হাত দিয়ে সম্মান করতে দেখে হতবাক হয়েছেন অনেকে। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘এরা দুজন এক বয়সী না প্রায়!’ অপরজন লিখেন, ‘রেখা কেন যে এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করেন কে জানে!’  তৃতীয়জন লিখেন, ‘কচি সাজার চেষ্টা করছে! মেকআপ করে তো আর কমানো যাচ্ছে না বয়স।’ এদিকে রেখা ও শত্রুঘ্ন সত্তর এবং আশির দশকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে ১৯৮৮ সালের সিনেমা খুন ভরি মাঙ্গ সবচেয়ে জনপ্রিয় হয়। রামপুর কা লক্ষ্মণ, দো ইয়ার (১৯৭২), কশমকাশ (১৯৭৩), কেহতে হ্যায় মুজকো রাজা (১৯৭৫), পরমাত্মা (১৯৭৮), জানি দুশমন, মুকাবলা (১৯৭৯), চেহেরে পে চেহরা (১৯৮১), মাটি মাঙ্গে খুন (১৯৮৪)-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তবে একসঙ্গে এত ছবিতে কাজ করলেও বেশ কয়েকবছর একে-অপরের সঙ্গে কথা বলেননি দুজন।  এ নিয়ে এর আগে শত্রুঘ্নই বলেছিলেন ‘কিছু বোকা বিষয় নিয়ে আমাদের মত পার্থক্য হয়েছিল। তারপর আমরা ২০ বছর একে-অপরের সঙ্গে কথা বলিনি।’ তাদের মধ্যে পুণরায় বন্ধুত্ব করিয়ে দেওয়ার কাজ করেছিলেন পুনম। মূলত রেখা ও পুনম ঘনিষ্ঠ ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন