বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আদমদীঘিতে এইচএসসি’র ফলাফল বিপর্যয় সাত কলেজের ১৩৭৯ পরীক্ষার্থীর মধ্যে ফেল ৫৬৮ জন

আদমদীঘিতে এইচএসসি’র ফলাফল বিপর্যয় সাত কলেজের ১৩৭৯ পরীক্ষার্থীর মধ্যে ফেল ৫৬৮ জন

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে এবার এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে। সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফলাফলে উপজেলার সাত কলেজের সবকটিতে ফলাফল বিপর্যয় ঘটেছে। কোন কলেজই শিা বোর্ডের পাশের হার কভার করতে পারেনি। মোট ১ হাজার ৩৭৯ জন পরীর্থীর মধ্যে পাশ করেছে ৮১১ জন। ফেল করেছে ৫৬৮ জন। উপজেলায় এই বিপুল সংখ্যক শিার্থী ফেল করায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। বেশিরভাগ পরীার্থী ইংরেজি বিষয়ে ফেল করেছে বলে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এই উপজেলায় সাতটি কলেজের জেনারেল শাখার ১ হাজার ৩৭৯ জন পরীার্থী এইচএসসি পরীায় অংশ গ্রহণ করেন। এরমধ্যে সান্তাহার সরকারি কলেজের ৮১৮ জন পরীার্থী পরীায় অংশগ্রহণ করে পাশ করে ৪৯৬ জন। ফেল করেছেন ৩২২ জন। আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজের ১৮০ জন পরীার্থীর মধ্যে পাশ করে ৯৫জন, ফেল করেছে ৮৫ জন। আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের ৪৭ জন পরীার্থীর মধ্যে পাশ করে ২৮ জন, ফেল করেছে ১৯ জন। শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের ৮১ জন পরীার্থীর মধ্যে পাশ করে ৪২ জন, ফেল করেছে ৩৯ জন। হাজি তাছের আহমেদ মহিলা কলেজের ১১৩ জন পরীার্থীর মধ্যে পাশ করে ৭৭ জন,ফেল করেছে ৩৬ জন। নসরতপুর ডিগ্রি কলেজের ৬৮ জন পরীার্থীর মধ্যে পাশ করে ৪২ জন, ফেল করেছে ২৬ জন এবং চাঁপাপুর জালাল উদ্দীন কলেজের ৭২ জন পরীার্থীর মধ্যে পাশ করে ৩১ জন, ফেল করেছে ৪১ জন। সাত কলেজের সর্বমোট পাশের হার শতকরা ৫৮.৮১। রাজশাহী শিাবোর্ডের পাশের হার ৭৮.৪৬। অত্র উপজেলায় এই বিপুল সংখ্যক পরীার্থী ফেল করায় পাশ করা পরীার্থীদের উৎসব থেমে গেছে। ফেল করা শিার্থীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
এই সাতটি কলেজের অধ্যক্ষদের সাথে কথা বলে জানাযায়, করোনাকালীন সময়ে শ্রেণি পাঠদান না হওয়ায় ফলাফল বিপর্যয় ঘটেছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন