মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভোটে জিতে কাঁদলেন ফেরদৌস

ভোটে জিতে কাঁদলেন ফেরদৌস

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়েই জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী নির্বাচনে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।রোববার (৭ জানুয়ারী) রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা। প্রাথমিক প্রতিক্রিয়ায় স্মরণ করেন তার প্রয়াত বাবা ও শ্বশুরকে। এসময় কাঁদতে দেখা যায় নায়ককে।  জয়ের প্রতিক্রিয়া ফেরদৌস বলেন, ‘বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনি একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি। গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি। নির্বাচিত হলে শহরের সব ব্যানার-পোস্টার অপসারণ করব : ফেরদৌস সন্তান হয়ে আপনাদের আগলে রাখব  স্ত্রী তানিয়া রেজাকে পাশে নিয়ে এই চিত্রনায়ক আরো বলেন, ‘আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন। এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না। এটা একা ভাগাভাগি করা সম্ভব না। আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে।কর্মী ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে ফেরদৌস বলেন, ‘এই ফুলের মালা আমার দায়িত্ব আরো বাড়িয়েছে। আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করব। মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবার করার, করেছিও। জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াব। আমি নেতাকর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারা ছাড়া এ জয় কোনোভাবেই সম্ভব ছিল না।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন