শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে নতুন প্যাকেজে, তবে

অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে নতুন প্যাকেজে, তবে

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে ব্যবহার করার বিষয়ে আগের সিদ্ধান্ত সংশোধন করার জন্য প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এক্ষেত্রে শর্ত হলো— মেয়াদ শেষ হওয়ার আগেই ওই একই ডাটা প্যাকেজের ইন্টারনেট কিনতে হবে। তাহলেই কেবল নতুন প্যাকেজের ইন্টারনেট ডাটার সঙ্গে পুরোনো প্যাকেজের ইন্টারনেটের ডাটা যুক্ত হবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল-উর-রহমান।  তিনি বলেন, ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ এর ডাটা ক্যারি ফরওয়ার্ড সম্পর্কিত শর্ত সংশোধন করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, একজন গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদের মধ্যেই অব্যবহৃত ডাটা (বোনাস সহ) ক্যারি ফরওয়ার্ড (নতুন ডাটার সাথে যুক্ত হবে) হবে। তবে শর্ত হলো- যদি গ্রাহক উক্ত প্যাকেজের মেয়াদ শেষ হবার আগেই একই ডাটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদ সহ) ক্রয় করেন তাহলে তিনি এই সুবিধা পাবেন। ভোট ঘিরে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ রাখতে বিটিআরসির যত উদ্যোগ বছরজুড়ে ইন্টারনেট ব্যবহার করেছেন ১৪১৭ মিলিয়ন মানুষ উগান্ডার চেয়েও ৪১ ধাপ পেছনে বাংলাদেশ, বিশ্বাস করেন না মন্ত্রী উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরুন কোনো ব্যক্তি একটি প্যাকেজ ‘ক’ তে ৭ দিন মেয়াদে ২০ জিবি ডাটা কিনেছেন। সপ্তম দিন তিনি দেখতে পেলেন তার ৮ জিবি ডাটা বাকি রয়েছে। এখন তিনি যদি ওই দিন (৭ম দিন) আবার ‘ক’ প্যাকেজেই ৩০ দিন বা অন্য মেয়াদে ২৫ জিবি ডাটা ক্রয় করেন তাহলে অব্যবহৃত ওই ৮ জিবি ডাটাও ৩০ জিবি ইন্টারনেটের সঙ্গে যুক্ত হবে। একইসঙ্গে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর অপারেটরদের মাধ্যমে ডাটা ক্যারি ফরওয়ার্ড বিষয়ে গ্রাহকদের পরিচিত করে তোলার জন্য বিভিন্ন প্রমোশনাল এসএমএস, ভিডিও নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিউজ পোর্টালে ব্যাপক প্রচারণা চালানো হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, এর আগে ইন্টারনেট প্যাকেজের মেয়াদান্তে ওই একই ডাটা প্যাকেজ কিনলেও অবশিষ্ট ডাটা ব্যবহার করতে পারতেন না গ্রাহকরা। যা নিয়ে বেশ ক্ষোভ ছিল। বিটিআরসির নতুন এই নিয়মের ফলে সেই বাধা আর থাকলো না। নতুন এই নিয়ম বাস্তবায়ন হলে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডাটার মেয়াদ শেষে ওই একই প্যাকেজ ক্রয় করলেই তাতে স্বয়ংক্রিয়ভাবে  যুক্ত হবে আগের অব্যবহৃত ডাটা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন