বন্ধ সড়ক, হাঁটা পথেই তুরাগ তীরের দিকে ছুটছে মানুষজন
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শীতের সকাল হলেও রৌদ্রোজ্জ্বল দিনের শুরু। টঙ্গীরে তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। আজ আখেরি মোনাজাত। এ উপলক্ষ্যে রাজধানী থেকে টঙ্গীর দিকে যাওয়ার বিভিন্ন সড়ক বন্ধ করে রাখা হয়েছে। যেখানে থেকে সড়ক বন্ধ সেখান থেকে হেঁটে গন্তব্যে দিকে রওনা দিচ্ছে মানুষজন। লক্ষ্য তুরাগ তীরে লাখো মুসল্লির সঙ্গে আখেরি মোনাজাতে অংশ নেওয়া। রোববার (৪ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। সেই লক্ষ্যে গণপরিবহন সহ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার অংশের পর থেকে সড়ক বন্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে কুড়িল ফ্লাইওভারের নিচের অংশ এবং রেডিসন হোটেলের দিকে থেকে সড়ক নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে সব গণপরিবহন বন্ধ রয়েছে। যে কারণে হেঁটেই ইজতেমার পথ ধরেছেন মুসল্লিরা। যত দূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মুসল্লিদের ঢল, হেঁটেই চলছে মাইলের পর পর মাইল। লক্ষ্য লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পাতা। কোথা থেকে শুরু হয়েছে এই ধর্মপ্রাণ মুসল্লিদের লাইন আর কোথায় গিয়ে তা ঠেকেছে, তা ভুলে গেছেন এসব মানুষেরা। দল বেধে বেধে আসছেন তারা। রাজধানীর শান্তিনগর থেকে ইজতেমার পথ ধরা রফিকুল ইসলাম বলেন, বাসে এলেও নতুন বাজার পার হওয়ার পর থেকে সড়ক বন্ধ। তাই হেঁটে হেঁটেই ইজতামা পথে যাচ্ছি। যতদূর যাওয়া যায় তরদূর যাবো, পরে আখেরি মোনাজাত যখন শুরু হবে তখন সেখানেই বসে পড়ে মোনাজাতে অংশ নেওয়ার নিয়ত রয়েছে। প্রতি বছরেই ইজতেমার দিনে এই নির্দিষ্ট সড়কগুলো বন্ধ থাকে। তাই হেঁটে যে যেতে হবে তা আগে থেকেই জানা ছিল। আমার মত হাজার হাজার মানু্ষ হেঁটে ইজতেমার দিকে যাচ্ছে। কিছুটা পথ পিকআপ ভ্যানে এসে কুড়িল বিশ্ব রোডের পর থেকে হেঁটেই ইজতেমার দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন নামের আরেক মুসল্লি। তিনি বলেন, ইজতামার দিন যেহেতু রাস্তায় যান চলাচল বন্ধ থাকে এটা জেনেই সবাই হাঁটা শুরু করেছি। এই হাঁটায় আমাদের কোনো ক্লান্তি নেই। কারণ আমরা লাখ লাখ মুসল্লি এক সঙ্গে। আল্লাহর দরবারে হাত পাতবো। কে জানে কার উচিলায় নিজের দোয়া কবুল হয়ে যেতে পারে। সেজন্যই প্রতিবার এভাবে হেঁটেই ইজতেমার দিকে যাই আখেরি মোনাজাতে অংশ নিতে। এদিকে আজ ফজরের নামাজের পর থেকেই বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয় হেদায়েতি বয়ান। আনুমানিক সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে।