শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পিএসজির জয়ের দিন বায়ার্নের হার

পিএসজির জয়ের দিন বায়ার্নের হার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে লাৎসিও। বাভারিয়ানদের দায়িত্ব নিয়ে ৪৩ ম্যাচে ১০ হার থমাস টুখেলের। টানা দুই ম্যাচে হার জার্মান জায়ান্টদের। আর কিলিয়ান এমবাপ্পে ও বারকোলার গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় হার। শুধু বুন্দেসলিগা নয়, ইউরোপিয়ান ফুটবলেও নিজেদের খুঁজে ফিরছে বায়ার্ন মিউনিখ। ২০১৯ এর পর প্রথমবার টানা দুই ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেলো থমাস টুখেল শীষ্যরা। বিপরীতে ঘরের মাঠে উল্লাসে মেতেছে লাৎসিও। প্রথমার্ধে বারবার আক্রমণে গেছেন জশুয়া কিমিখ, হ্যারি কেইন, জামাল মুসিয়ালারা। তবে কেউই জালের দেখা পাননি। উল্টো দ্বিতীয়ার্ধে ডি বক্সের ভেতর ইসাকসেনকে ফাউল করেন দায়োত উপামেকানো। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন তারকা। আর চিরো ইমোবিলের সফল স্পটকিক। আসরে চতুর্থ গোল ইতালিয়ান তারকার।দশজনের দল নিয়েও বল দখলে আধিপত্য ধরে রাখে বায়ার্ন মিউনিখ, তবে লক্ষ্যে ছিল না কোন শট। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান জায়ান্টদের সাথে ২০১৫ সালের পর ঘটলো এমন ঘটনা। ৫ মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে এখান থেকে নিজেদের উদ্ধারের শেষ সুযোগ বাভারিয়ানদের। এদিকে, ফ্রান্সে নিজেদের ঠিক পথেই রেখেছে পিএসজি। প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ফরাসী জায়ান্টরা। গোড়ালির ইনজুরি কাটিয়ে এক ম্যাচ পর মাঠে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে দলকে এগিয়ে নেবার প্রথম সুযোগটাও পান ফরাসি তারকা। তবে তার নিচু শটে বাধা সোসিয়েদাদ গোলরক্ষক। বিরতির আগে লিড নিতে পারতো সফরকারীরা। তবে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর শট লাগে ক্রসবারে। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়েছে পিএসজি। স্কোরশিটে নাম তুলেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে ৬৮ ম্যাচে ৪৪ গোল বিশ্বকাপজয়ী তারকার। মাত্র ২৫ বছরেই ছাড়িয়ে গেছেন সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে। জয়ের আনন্দ বড় করেন ব্রাডলি বারকোলা। সোসিয়েদাদ গোলরক্ষককে ফাকি দেন ফরাসী তারকা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন