পাইকগাছার ধর্ষণ ও নির্যাতনের মূলহোতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : খুলনার পাইকগাছার আলোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনার মূল হোতা একাধিক মামলার আসামী এনামুলকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এএসপি সার্কেল, থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’র নেতৃত্বে পরিচলিত অভিযানে উপজেলার কপিলমুনির পূর্ব কাশিমনগরের একটি পরিত্যক্ত মাছের ডিপো থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী কালো রংয়ের ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও ১০০ পিস ইয়াবা ও ৫০ পিস চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে রাড়ুলীতে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়ির ঘেষা গাছ বেয়ে একতলা বিল্ডিং এর চিলেকোটায় উঠে। এর পর তাঁরা শাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ভ্যানাটি ব্যাগ থেকে সাড়ে ১১ হাজার টাকা, ১টি বাটন মোবাইল ফোন ও টেনে হেচড়ে কানে থাকা দু-আনা ওজনের দু’টি স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। পরবর্তীতে দুর্বৃত্তরা গৃহবধূর মুখে সুপার গ্লু আঠা লাগিয়ে উপুর্যুপরি ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ভোর রাতে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর (তদন্ত) তুষার কান্তি দাশ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনার মূলহোতা এনামুলকে গ্রেপ্তার করা হয়। অন্য একটি চুরির ঘটনায় স্বর্ণ উদ্ধারের ঘটনায় আটক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় অন্য কারা জড়িত আরোও জানতে হলে গ্রেপ্তারকৃত এনামুলকে ব্যাপক জিসাজ্ঞাবাদ জরুরী। ভিকটিমের শারিরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম অনেকটা স্বাভাবিক হয়েছেন।