বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঋণের বোঝা বইতে না পেরে স্কুল শিক্ষ‌কের আত্মহত্যা

ঋণের বোঝা বইতে না পেরে স্কুল শিক্ষ‌কের আত্মহত্যা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ঋণের চাপ সইতে না পেরে মাধ্যমিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষ‌ক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রা‌তে সদর উপ‌জেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থে‌কে রবীন্দ্র দেবনাথ (৫৫) না‌মে ওই শিক্ষ‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। তি‌নি সদর উপ‌জেলার ভূল্লী থানার চরণখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ ব‌লেন, দাদা গতকাল বিদ্যালয় থে‌কে দাপ্তরিক কাজ শে‌ষে বা‌ড়ি‌তে ফেরেন। এরপর বিকেলে স্থানীয় এক‌টি বাজা‌রে যান। পরে রাত ১০টার দি‌কে  বা‌ড়ির অদূ‌রে বাঁশের স‌ঙ্গে তার ঝুলন্ত মর‌দেহ দে‌খে প্রতি‌বেশীরা পুলিশে খবর দেয়। কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও জানান, তার ভাই বি‌ভিন্ন জায়গা থে‌কে ঋণ নেওয়ার পর লোকসানে প‌ড়ে যায়। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রু‌বেল রানা না‌মে এক শিক্ষার্থী ব‌লেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে স্যার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  একই গ্রামের সা‌হেরুল ইসলাম না‌মে এক ব্যক্তি ব‌লেন, একজন প্রধান শিক্ষ‌কের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার। স্থানীয় ই‌উপি চেয়ারম্যান ফয়জুর রহমান ব‌লেন, রবীন্দ্র দেবনাথ সহজসরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। বি‌ভিন্ন জায়গা থে‌কে ঋণ নি‌য়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছি‌লেন। ঋন পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়‌তো আত্মহত্যা করেছেন। ভূ‌ল্লি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) দুলাল উদ্দীন ব‌লেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন