মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঢেকুরের সঙ্গে আসা খাবার গিলে ফেললে রোজার ক্ষতি হবে?

ঢেকুরের সঙ্গে আসা খাবার গিলে ফেললে রোজার ক্ষতি হবে?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : খাবারের পর অনেক সময় ঢেকুর উঠে। ঢেকুর উঠার বিভিন্ন কারণ রয়েছে। বেশি মাত্রায় খাওয়া, স্থূলতা এবং অতি মসলাদার খাবার ঢেকুরের অন্যতম কারণ। এছাড়াও বদহজম, গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, হায়াটাস হার্নিয়া (এসব রোগে পাকস্থলী থেকে ওপরের দিকে খাবার বা অম্ল উঠে আসে) কিংবা আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম), পাকস্থলীর আলসার ও সংক্রমণের ক্ষেত্রে রোগের উপসর্গ হিসেবেই ঢেকুর ওঠে। তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রোজা রেখে ঢেকুর ওঠা স্বাভাবিক। শুধু ঢেকুর উঠার কারণে রোজা ভাঙে না। তবে ঢেকুরের সাথে মুখে কিছু আসলে সেটা গিলা যাবে না; বরং ফেলে দিতে হবে। যদি কেউ ইচ্ছাকৃত গিলে ফেলে তাহলে রোজা ভেঙ্গে যাবে। আর যদি অনিচ্ছাকৃত নিজ থেকেই তা পেটে চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না।  আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন