রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

টেকনাফে অপহৃত ৪ কৃষক উদ্ধার

টেকনাফে অপহৃত ৪ কৃষক উদ্ধার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দুই দিন আগে কক্সবাজার টেকনাফের পাহাড়ে জুম চাষ পাহারা দেওয়ার সময় অপহরণ করে নিয়ে যাওয়া ৫ কৃষকের ৪ জনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে মোহাম্মদ নুর (১৬) নামক একজনকে এখনো জিম্মি করে রেখেছে অপহরণকারীরা। তার মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করছে বলে জানিয়েছে তার পরিবার। রোববার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা নুরালিপাড়া এলাকায় ওই ৪ জনকে ছেড়ে দেওয়া হয়। মুক্তিপণ দিয়ে ফিরে আসা ৪ জন হলেন- মো. রফিক, আব্দুর রহমান, মো. জিহান ও মো. শামীম। এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে এ ৪ জন মুক্তি পায় বলে জানান তাদের পরিবার। খবর পেয়ে ফিরে আসা ৪ জনকে উদ্ধার করে নিয়ে যায় টেকনাফ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। তিনি জানান, মুক্তিপণ দিয়ে ৫ কৃষকের মধ্যে ৪ জন ফিরেছেন। এখনো একজন ফেরেনি। অপহরণকারীরা ছেড়ে দিলে পুলিশ উদ্ধার করে তাদের থানায় নিয়ে যায়।  টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, টেকনাফের পাহাড়ে জুম চাষ পাহারা দেওয়ার সময় অপহরণ করে নিয়ে যাওয়া ৫ কৃষকের ৪ জন ফিরেছেন। একজন এখনো ফেরেনি। এর আগে গত বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাতে কক্সবাজারের টেকনাফের পানখালির পাহাড়ে জুম চাষ পাহারা দেওয়ার সময় ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন