ফেনীতে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৬ মৃত্যু : গেটম্যান গ্রেপ্তার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফেনীতে রেল ক্রসিংয়ে ব্যারিয়ার না ফেলায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনায় এক গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের বামনসুন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (৩৫) মিরসরাই উপজেলার উত্তর সোনাপুর গ্রামের শেখ মো. আনোয়ারুল আজিমের ছেলে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন ক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ছয়জন নিহত হন। ওই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে দুই গেইটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি কুমিল্লার লাকসাম রেলওয়ে (জিআরপি) থানায় দুটি মামলা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ঘটনার পর আত্মগোপনে চলে যান ওই ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মো. সাইফুল ইসলাম ও মো. রাশেদ খান। এর তিন দিনের মাথায় গ্রেপ্তার হন সাইফুল। তাকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। রেলের উপসহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। গেইটম্যানদের বিরুদ্ধে করা দুটি মামলায় দাপ্তরিক তদন্ত চলছে। পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় সিগন্যাল বারটি ফেলা হয়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।