মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গোবিন্দগঞ্জে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত  সাপমারা ইউনিয়নের তরফ কামাল (নামাপাড়া) গ্রামের আব্দুল লতিফ নবানুর ছেলে দুলা মিয়া (৫৫)।
এ ঘটনায় সোমবার (১৫ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এর আগে রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া সড়কের ফাঁসিতলার বটগাছ এলাকা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, রাতে দুলা মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আজ সকালে মামলা দায়ের হয়। এই হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন