হাসপাতাল থেকে বিকালে বাসায় ফিরবেন খালেদা জিয়া
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পাঁচ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সকালে এ কথা জানান।
তিনি বলেন, “মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ইনশাল্লাহ বিকাল ৩টার পর বাসায় ফিরে যাবেন ম্যাডাম। উনার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তা পর্যালোচনা করে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বাসায় উনার চিকিৎসা চলবে।”
হাসপাতালে খালেদা জিয়ার সাথে আছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। পরে তাকে ভর্তি করে নেওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলে।