শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঢামেক থেকে ওষুধ চুরি, আটক ১

ঢামেক থেকে ওষুধ চুরি, আটক ১

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় আবুল কালাম নামের এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়। জব্দ হওয়া ওষুধগুলো হলো ভিটামিন বি-১, ১৯০ পিস ও ইনজেকশন উইন্ডেল প্লাস তিন প্যাকেট। ঢাকা মেডিকেলের লোগোযুক্ত ওষুধসহ আটক হওয়া আবুল কালাম জানান, তিনি মেডিকেল রিপ্রেজেন্টটিভ হিসেবে একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। বেশ কয়েকদিন আগে তার চাকরি চলে যায়। ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ২০০ নম্বর ওয়ার্ডে নার্সিং ইনচার্জ আরিফের সঙ্গে তার পরিচয় হয়। আরিফ ও তার বাড়ি টাঙ্গাইল জেলায় হওয়ায় তাদের ঘনিষ্ঠতা বাড়ে। শনিবার সেই আরিফের কাছ থেকে সরকারি ওষুধ ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন তিনি। এদিকে নার্সিং ইনচার্জ আরিফের সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আবুল কালাম নামে কাউকে তিনি চেনেন না। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, সরকারি ওষুধসহ কালাম নামে একজনকে আটক করা হয়েছে। তাকে পুলিশে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে বের করবে তিনি ওষুধগুলো কোথা থেকে পেয়েছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন