মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোরান আইসক্রিম গলি থেকে মো. হাবিবুর রহমান রুবেল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। বুধবার (১ মে) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে খিলগাঁও ৩৩৮/১ উত্তর গোড়ান সিপাহীবাগ আইসক্রিম গলি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। তিনি বলেন, ধারণা করছি অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যার পর তোষক দিয়ে মুড়িয়ে ফেলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন