শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন 

শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন 
শেরপুর   প্রতিনিধি : বর্ষা মৌসুম শুরু হলে সামান্য বৃষ্টিপাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে বৃষ্টিপাত বন্ধ হলে এ পানি কমতে সময় লাগে প্রায় এক ঘন্টা। এতে ধান  ক্রেতা-বিক্রেতা পড়ে চরম বিপাকে।  এ দুর্ভোগে লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে সজীব মিয়ার দোকান পর্যন্ত হেরিং বোন বন্ড রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। শনিবার (২৫মে) দুপুরে উপজেলার ধানহাটি মোড়ে এ রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। উপজেলার ইজারাকৃত ও খাস আদায়কৃত সমূহের ইজারালব্ধ আয়ের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।  এসময় অন্যান্যদের মাঝে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন