বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কামরাঙ্গীরচরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কামরাঙ্গীরচরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁওয়ে ৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা বাবার দোয়া অ্যালুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা করা হয়।

এসময় ৭টি অবৈধ গ্যাস বার্নারসহ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ লাইন উচ্ছেদ করা হয়। এছাড়া ২৪০ ফুট এমএস পাইপ, ১টি কম্প্রেসর মেশিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ১ সেট আর এম এস জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে না পাওয়া যাওয়ায় তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি বলে জানা গেছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন