রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ীতে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার
 ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশ ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ি বাজার এলাকা থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার রাজিব সরকার, আব্দুল আলিম (২৫) ও রংপুর পীরগঞ্জ মাদরপুর এলাকার আব্দুস সালাম (৩৩)কে ১৫৩ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ইন্সপেক্টর ক্রাইম মোঃ মাসুদ রানা  বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন