বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের জয়, জিতেছেন তামিম-সোহানরাও

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের জয়, জিতেছেন তামিম-সোহানরাও

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষদিনে আজ (রোববার) তিনটি ম্যাচ হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। যেখানে বড় জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল।

সোহানের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করেছিল  ধানমন্ডি। অধিনায়ক অপরাজিত ছিলেন ১৩২ রান করে। এ ছাড়া হাবিবুর রহমান সোহান করেন ৪৫ রান। অন্যদিকে, শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাফসান আহমেদ।

বড় লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে রায়ান রাফসানের নেতৃত্বাধীন দলটি ১৮০ রানেই অলআউট হয়। ৯৭ রানের জয়ের দিনে ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম।

দিনের অন্য ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে হারায় গুলশান। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায় তারা।

তিনে নেমে লিটন দাস ফেরেন মাত্র ২২ রানে। তবে অর্ধশতক তুলে নেন আজিজুল তামিম। তার ৬২, ইফতেখার হোসেনের ৩২ এবং নাঈম ইসলামের ২৭ রান ছাড়া অবশ্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

May be an image of 4 people and text that says "RTEX Facioi OCM 出 99 TY সিত মলট"

ফলে নির্ধারিত ৫০ ওভারে গুলশান ৯ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। পারটেক্সের হয়ে ৩ উইকেট নেন তৌফিক আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬৪ রানে শেষ হয় পারটেক্স। ৫৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে তামিমের দল।

বিকেএসপিতে আরেক ম্যাচে খেলেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করে রূপগঞ্জ ২৬০ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে অমিত মজুমদার সর্বোচ্চ ৮১, আবদুল্লাহ আল গালিব ৫৭, আরিফুল হক ৪০ এবং অধিনায়ক আল-আমিন জুনিয়র ৩২ রান করেন। ৩টি করে উইকেট শিকার করেন অগ্রণী ব্যাংকের রুয়েল মিয়া ও তাইবুর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। দলের হয়ে সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে এসেছে ১১৫ রান। এ ছাড়া ইমরুল কায়েস করেন ৬২ রান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন