হোমনায় এতিমখানা মাদরাসায় এম কে আনোয়ার পুত্রের উপহার প্রদান


হোমনা প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী, সচিব মরহুম এম কে আনোয়ার সাহেবের ছেলে মাহমুদ আনোয়ার কাইজার উপজেলার ৬০টি এতিমখানা রমজান উপলক্ষে উপহার হিসেবে ইফতারি জন্য খেজুর পাঠিয়েছেন।
মাহমুদ আনোয়ার কাইজার আমেরিকায় অবস্থান করায় তাঁর পক্ষে মো. বিশির উদ্দিন এমকে আনোয়ার পুত্রের এ উপহার মাদরাসা কতৃপক্ষের নিকট পৌঁছে দেন।
জানাগেছে, মাহমুদ আনোয়ার কাইজার প্রতিবছর রমজান মাসে বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজন করেন এবং বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ করেন। সেই ধারাবাহিকতায় এ বছর ১০ রমজান থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় ৬০ টি এতিম খানা মাদ্রাসায় ৫ কেজি করে মো. ৩০০ কেজি খেজুর বিতরণ করা হয়।
আমেরিকা প্রবাসী মাহমুদ আনোয়ার কাইজার মুঠোফোনে জানান, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আমার পক্ষ থেকে ৬০টি এতিমখানা মাদ্রাসায় ইফতার(খেজুর) পৌঁছে দেওয়া হয়েছে।
আমার পিতা মরহুম এম কে আনোয়ার পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য হিসাবে হোমনা,মেঘনা ও তিতাস উপজেলায় অনেক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। তাঁকে আজীবন মানুষ স্মরণ করবে। আজ বাবা ও মা কেহ বেঁচে নেই। একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই মৃত্যুর আগ পর্যন্ত মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমার ও আমার বাবা, মা’র জন্য উপজেলাবাসির নিকট দোয়া চাই।