বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লক্ষাধিক মুসল্লির জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

লক্ষাধিক মুসল্লির জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঈদুল ফিতরের জামাতের জন্য দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। সাড়ে ২২ একর জমির এই ঈদগাহে ঈদের নামাজ ঈদের দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রতিবছরই দূর-দূরান্ত থেকে হাজারো মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ নিতে আসেন। এ বছরও লক্ষাধিক মুসল্লি একত্রিত হয়ে এই ময়দানে নামাজ আদায় করবেন।

ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জামাতের আয়োজন করতে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে মিনারের সংস্কার, রং করা, ধোয়া-মুছা, মাটি ভরাট, শতাধিক মাইক স্থাপন, ওয়াস টাওয়ার, পুলিশ কন্ট্রোল রুম, ওজুখানা, অস্থায়ী টয়লেটসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া, ১৭টি প্রবেশ গেটসহ একাধিক সহায়ক কাজও শেষ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন