আজও বিলম্ব বুড়িমারী ও রংপুর এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা


মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন আজও বিলম্বের শিকার হয়েছে। ফলে ট্রেন ২টির অসংখ্য যাত্রী প্লাটফর্ম এলাকায় অপেক্ষাধীন রয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্টেশন সূত্রে জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেন ঢাকা থেকে নিয়মিত সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশ্য ছেড়ে যায়। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে স্টেশনের শিডিউল বোর্ডে বুড়িমারী এক্সপ্রেসকে সাড়ে ৮টার পরিবর্তে পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা ২০ মিনিটে। অন্যদিকে রংপুর এক্সপ্রেসকে ৯টা ১০ মিনিটের পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ৯টা ৫০ মিনিটে।
ট্রেনের অপেক্ষমাণ যাত্রীরা বলছেন, জেনেছি গতকালও এই ট্রেন ২টি দশটার পরে গিয়েছে। আর কোনো ট্রেনের বিলম্ব নেই। শুধুমাত্র এই দুটি ট্রেনের যাত্রীরা ভোগান্তির মধ্যে আছি। এ বিষয়ে স্টেশন মাস্টারের কাছে গেলে শুধু বলেন অপেক্ষা করেন। কেউ কোনো নির্দিষ্ট কারণ বলে না।
রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নিরব আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সকাল আটটার পরপরই স্টেশনে এসেছি। ১০ মিনিট আগে জানালো ট্রেন ছাড়বে ৯টা ৫০ মিনিটে। প্ল্যাটফর্মে কোথাও বসার জায়গা নাই। সবজায়গাতেই মানুষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রী শারমিন শাহনাজ বলেন, সেই সকাল আটটা থেকে ছোট বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। এখন পর্যন্ত ট্রেনের কোনো খবর নাই। স্টেশনে অসংখ্য মানুষ, অনেক গরম। নির্ধারিত সময় ট্রেন না ছাড়লে তো ভোগান্তি হয়। ট্রেন ছাড়তে দেরি করবে, যেতেও আবার দেরি করবে।
বুড়িমারী এক্সপ্রেস টাঙ্গাইলের মহেরা স্টেশন পার হয়ে বর্তমানে ঢাকার দিকে আসছে। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন বর্তমানে ঢাকায় আছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।