পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল শুক্রবার বিকেলে আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবুর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার।
আরও বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান,আওলাই ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিম নান্নু,ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন,দীর্ঘদিন পর উন্মুক্তভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারছি। এবারের ঈদে বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি ও আনন্দিত। এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।