ঘোড়াঘাটে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
আজ সোমবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনের নেতৃত্বে বিক্ষোভকারী ঘোড়াঘাট পৌরশহরের মহাসড়কে বিক্ষোভ করছিলেন। বিক্ষোভকারীরা এসময় গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য আহ্বান জানান হয়।
তাঁরা ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছিলেন। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।
প্রতিবাদ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, পৌর জামাতের সাবেক আমির সেলিম মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবনেতা সজীব কবির, আজিজুর রহমান ছাত্র নেতা রেজবী আহমেদ রকি, ইমরান,ধলু, দিশান চৌধুরী, খোরশেদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এ যুদ্ধে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১ লাখ ১৫ হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।