বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কানাডার ভিসা প্রসঙ্গে যা বললেন ঢাবি উপাচার্য

কানাডার ভিসা প্রসঙ্গে যা বললেন ঢাবি উপাচার্য

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঢাকার কানাডিয়ান হাইকমিশনে ভিসার জন্য আবেদন করে এক মাস পার হলেও এখনো ভিসা পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে উপাচার্য বলছেন, অনেকে বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। প্রকৃতপক্ষে ভিসা এখনো বাতিল হয়নি, প্রসেসিংয়ে আছে। এ বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ওরা ওয়েবসাইটে দেখায় বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু এক মাসেও হল না, আমার কাছেও বিষয়টি অবাক লাগল।’ তিনি আরও বলেন, কানাডায় ভিসার জন্য এটাই আমার প্রথম আবেদন। সম্ভবত প্রথম হলে একটু সময় লাগতে পারে। আমাদের বোধহয় দেরি হয়েছে। আমার কাছে অন্যকিছু বলেই মনে হয় না। আমার যুক্তরাষ্ট্র (ইউএস) ও যুক্তরাজ্যের (ইউকে) ভিসা রয়েছে। কানাডায় আগে আবেদন করিনি। এমন হতে পারে, প্রথম হয়তো, এজন্য টাইম (সময়) বেশি লাগছে। আমার কাছে এটাই মনে হয়, অনেকেও এটাই বলেছেন। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই থেকে তিন মাস সময় লাগে।’ অধ্যাপক আখতারুজ্জামান বলেন, কত ধরনের অশুভ মানুষ থাকে, কত ধরনের অসৎ উদ্দেশ্য, রাজনীতি, কত কিছু থাকে। সবকিছু আমলে নেওয়ার আমাদের দরকার নেই। যথাযথ কর্তৃপক্ষ থেকে বললে তবেই না আমরা বুঝব। এজন্য যদু-মধু, রহিম-করিম কে কী বলল এগুলো সব দেখার এবং শোনার সময় আমাদের নেই। উপাচার্যের ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। পদাধিকার বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কূটনৈতিক পাসপোর্টের অধিকারী হয়ে থাকেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক অধ্যাপক গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সময়ের মধ্যেও ভিসা পাননি, শিক্ষক হিসেবে আমি মনে করি এটা দুঃখজনক। এর জন্য রিসেন্ট ও অতীত কর্মকাণ্ড দায়ী বলেই আমি মনে করি। এছাড়া ভিসা নীতি নিয়ে উনার বেফাঁস মন্তব্যও ভিসা না পাওয়ার কারণ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে উপাচার্যের নেতিবাচক অবস্থানও বহির্বিশ্বের কাছে বিবেচ্য বিষয় বলে আমি মনে করি। ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম-২০২৩’-এ  যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল উপাচার্য আখতারুজ্জামানের। বুধবার (১৯ জুলাই) এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমন্ত্রণ পেলেও ভিসা না পাওয়ায় সেখানে অংশ নিতে পারছেন না তিনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন