শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

নতুন এমপিওভুক্ত হলেন ১৯০৭ জন, পদোন্নতি পেলেন ৬৬২ শিক্ষক

নতুন এমপিওভুক্ত হলেন ১৯০৭ জন, পদোন্নতি পেলেন ৬৬২ শিক্ষক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক  : ডিসেম্বর মাসে এমপিওভুক্ত হয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি মাদরাসার ১ হাজার ৯০৭ জন শিক্ষক ও কর্মচারী। তাদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক ও ৫৫৪ জন কর্মচারী রয়েছেন। এছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন। নতুন শিক্ষকদের বেশিরভাগই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন।মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ডিসেম্বর মাসের এমপিওর আবেদন যাচাই-বাছাই করে ১ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এমপিওভুক্তদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক-প্রভাষক ও ৫৫৪ জন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী রয়েছেন। এছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন।বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদরাসার শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসেবে অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ৩৭ হাজার ৪২৩ জন শিক্ষক ও ৩৯ হাজার ৯৭৫ জন কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন। ডিসেম্বর মাসের বেতনভাতা বাবদ ৪০৯ কোটি ৯ লাখ টাকা পাবেন ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জন শিক্ষক-কর্মচারী।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন