নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)- এর নবনিযুক্ত শিক্ষকদের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিইউপির ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ইউজিসি ভবনে মঙ্গলবার (১৪ নভেম্বর) এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিইউপির অফিস অব দ্যা ইভালুয়েশন অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম। নবীন শিক্ষকদের উদ্দেশ্যে প্রফেসর আলমগীর বলেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিজেদের সমাধান করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।তিনি আরও বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশায় আসতে হলে মানসিকভাবে তৈরি হতে হবে। নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষকতা পেশা ও গবেষণা উপভোগ করতে হবে। জ্ঞান অন্বেষণে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। একইসঙ্গে যুগের চাহিদা অনুযায়ী যোগ্যতা ও দক্ষতা এবং নেতৃত্ব গুণাবলী অর্জন করতে হবে। প্রফেসর আলমগীর আরও বলেন, নবীন শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট গড়ে তুলতে ইউজিসি কাজ করছে। এর আওতায় শিগগির বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে। ড. ফেরদৌস জামান বলেন, বিইউপি নবীন শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে অনন্য নজির স্থাপন করছে। এর সুফল বিইউপি পেতে শুরু করেছে এবং প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ।