মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রাজনীতিতে আসছেন অভিষেক বচ্চন! লোকসভা নির্বাচনে কোন দলের প্রার্থী হচ্ছেন তিনি

রাজনীতিতে আসছেন অভিষেক বচ্চন! লোকসভা নির্বাচনে কোন দলের প্রার্থী হচ্ছেন তিনি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সারাবিশ্বেই অভিনেতাদের রাজনীতিতে আসা নতুন কোনো ঘটনা নয়। বলিউডেও এই চল বহু পুরানো। তার দৃষ্টান্ত সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের মতো তারকারা। কিন্তু তারা ক্যারিয়ারের অনেকটা পড়ন্ত বেলায় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তবে অভিষেকের ক্ষেত্রে তা কিছুটা ব্যতিক্রম। ক্যারিয়ারে স্বচ্ছন্দ থাকা অবস্থাতেই রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন জুনিয়র বচ্চন! ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, আগামী বছর লোকসভা নির্বাচন, সেই কথা মাথায় রেখেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রণকৌশল সাজাচ্ছে। শোনা যাচ্ছে, ২০২৪ সালের নির্বাচনে ভোটের ময়দানে দেখা যাবে অভিষেক বচ্চনকে। শুধু যে রাজনীতিতে যোগ দিবেন এমন নয়, সরাসরি ভোটের রাজনীতিতে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়েই নাকি ভোটে লড়বেন অভিষেক। ১৯৮৪ সালে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জিতেও মাত্র তিন বছরের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান বিগ বি। তবে ২০০৪ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন। সমাজবাদী পার্টির হয়ে রাজসভার সদস্য তিনি। এবার মায়ের দেখানো পথেই হাঁটতে চলেছেন কি না, তা নিয়ে এখন কোনো মন্তব্য করেননি অভিষেক। আবার এমনও শোনা যাচ্ছে যে, বাবার লোকসভা কেন্দ্র এলাহাবাদ থেকেই নির্বাচনে দাঁড়াতে পারেন অভিষেক। গত বছরই মুক্তি পায় অভিষেকের ‘দশভি’ সিনেমা। সেখানে হরিয়ানার এক রাজনীতিকের চরিত্রে দেখা যায় তাকে। এবার সত্যি সত্যি তাকে রাজনীতিতে দেখা যায় কি না, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন