কুড়িগ্রামে ২ বছর সাজার ভয়ে ৫ বছর ধরে পলাতক রোকনুদ্দৌলা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে দুই বছর সাজার ভয়ে ৫ বছর ধরে পলাতক রোকনুদ্দৌলা নামের এক সাজাপ্রাপ্ত আসামী। অবশেষে দীর্ঘ ৫ বছর পর তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
আজ রোববার (২৩ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। সাজাপ্রাপ্ত ওই আসামী উপজেলার ইছাকুড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রৌমারী থানার ২০১৯ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এবং ২০২২ সালের অপর একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী রোকনুদ্দৌলাকে
দীর্ঘ ৫ বছর পর ঢাকা থেকে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন নারী নির্যাতন, চুরি, ছিনতাই, মাদক সহ শান্তিবিনষ্ট কারী, উগ্রবাদ,সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।