রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে ১ লাখ টাকা চাঁদা দাবি

ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে ১ লাখ টাকা চাঁদা দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির অাহমেদের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে।

ইউএনও বলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকারের ছোট ভাইয়ের নিকট থেকে বিকাশে ১ লাখ টাকা চাঁদার দাবি করে একটি প্রতারক চক্র। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি অামাকে অবহিত করেন।

এর ওপর ভিত্তি করে অাজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা প্রশাসন ফুলবাড়ী কুড়িগ্রাম নামক ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি জানান, ইউএনও, ফুলবাড়ী, কুড়িগ্রামের অফিশিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

ইউএনও সিব্বির অাহমেদ জানান, তার অফিশিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করা হয়েছে।

বিষয়টি তিনি ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করেছেন। ওসি প্রতারকচক্রটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন